মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আহবান যুক্তরাষ্ট্র ব্রিটেন ইইউ জার্মানির

Unknown
সেবা ডেস্ক: মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। প্রকাশক ও ব্লগারদের ওপর সাম্প্রতিক আক্রমণের পরিপ্রেক্ষিতে তারা এ আহবান জানান। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রকাশক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপন, আহমেদুর রশীদ টুটুলসহ আরো দু’জনের ওপর কাপুরুষোচিত আক্রমণের নিন্দা জানায়। নিহত ও আহতদের পরিবার, বন্ধু-বান্ধব ও বাংলাদেশের জনগণের প্রতি আমরা সহানুভূতি জানাই। এই বছরের শুরুতে নীলয় চক্রবর্তী, ওয়াসিকুর রহমান, অনন্ত বিজয় দাশ ও অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মতো ঘৃণ্য কর্মকাণ্ডগুলো সহিংস চরমপন্থা রুখতে আমাদের উভয় সরকারের যৌথ প্রচেষ্টার গুরুত্বই তুলে ধরা। যে সব বাংলাদেশি এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে আমরা তাদের পাশে আছি এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা কাজ করে যাব। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এক টুইট বার্তায় লিখেছেন, ব্লগারদের ওপর আবারো আক্রমণের নিন্দা জানাই। সহিংসতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যাবশ্যক। জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিনজ এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের মুক্তমনাদের ওপর সাম্প্রতিক আক্রমণ খুবই উদ্বেগজনক। ধর্মনিরক্ষেপতা এই দেশের অন্যতম মূল্যবোধ। বিভিন্ন ধর্ম ও মতবাদের অনুসারিদের সহাবস্থানের জন্য বাংলাদেশ পরিচিত। সাম্প্রতিক ঘটনা কেবলমাত্র কোনো ব্যক্তির ওপর হামলা নয়, বরং মত প্রকাশের মৌলিক অধিকারের প্রতি আক্রমণ। ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু এক বিবৃতিতে মত প্রকাশের স্বাধীনতার ওপর সাম্প্রতিক আক্রমনের নিন্দা জানান। তিনি নিহত ফয়সাল আরেফিন দীপনের পরিবারের প্রতি সমবেদনা ও আহত প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রনদীপম বসু ও ব্লগার তারেক রহিমের প্রতি একাত্মতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, এই মর্মান্তিক ঘটনা মত প্রকাশের স্বাধীনতা ও মানুষের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাকে সমুন্নত রাখতে সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্বরিত পদক্ষেপ ও বাংলাদেশের মানুষের একতায় ভবিষ্যতে চরমপন্থীদের এই ধরনের অপরাধ মোকাবেলায় সক্ষম হবে বলে মায়েদু আশা প্রকাশ করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top