সেবা ডেস্ক: অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে অভিযোগপত্র দাখিল করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তাদের তদন্ত বলছে, জিয়াকে আত্মহত্যা করতে প্ররোচিত করেন তার সাবেক প্রেমিক অভিনেতা সুরাজ পাঞ্চোলি।
অভিযোগপত্রে বলা হয়, আত্মহত্যার সময় একটি চিঠি লিখে যান জিয়া, যা বিশ্লেষণ করে বোঝা যায়, সুরাজ তার জীবন ধ্বংস করে দিয়েছিলেন। সুরাজের কারণেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন জিয়া।
অভিযোগপত্রে আরো বলা হয়, সুরাজ ও জিয়ার একে অপরকে লেখা কিছু চিঠি পাওয়া গেছে, যেগুলো থেকে জানা যায়, বাড়িতে গর্ভপাত ঘটিয়েছিলেন জিয়া আর সেজন্য তাকে চাপ দিয়েছিলেন সুরাজ। আর গর্ভপাতের কারণে তার হতাশা আরও বেড়ে যায়।
অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ জিয়াকে মারধর করেছেন এমন আলামত পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এছাড়া বলা হয়, আত্মহত্যার সময় মদ্যপান করেছিলেন জিয়া।
সিবিআই বলছে, জিয়ার লেখা তিন পাতার আত্মহত্যার চিঠিতে উঠে এসেছে সুরাজের সঙ্গে তার সম্পর্ক, তার ওপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের কথা।
অবশ্য সেই চিঠিতে জিয়ার সই কিংবা সুরাজের নাম লেখা নেই।
২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ের জুহু এলাকায় নিজ বাসভবনে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় জিয়াকে। ‘নিশাব্দ’, ‘গাজনি’ এবং ‘হাউজফুল’- এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।