
বিজ্ঞানীরা এমন একটি মেশিন উদ্ভাবন করেছেন যেটা মানুষের মস্তিষ্কের মতোই নতুন তথ্য সম্পর্কে শিখতে পারে। এটা কৃত্রিম যন্ত্রে মানব মস্কিষ্কের মতো বুদ্ধি ধারণের বিজ্ঞানের এক ধাপ অগ্রগতি। মার্কিন গবেষকরা একথা জানিয়েছেন। একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় একে একটি কম্পিউটার মডেল হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, এর মাধ্যমে বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিবৃত্তি সৃষ্টির ক্ষেত্রে এগিয়ে গেল।
প্রতিবেদনটিতে বলা হয়, ‘এই কম্পিউটার মডেলটির মানুষের মতো একটি উদাহরণ থেকে নতুন নতুন ধারণা শিখতে সক্ষম।’ প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ‘যদিও প্রাথমিক পর্যায়ে মডেলটি এখন শুধুমাত্র অক্ষর থেকে লিখা শিখতে পারে। তবে ভবিষ্যতে এটা নাচ, সংকেত, অঙ্গভঙ্গি, কথা বলা ও ইঙ্গিত ভাষার মতো চিহ্নভিত্তিক জিনিসও শিখতে পারবে।’
ম্যাসাচুসেটস ইন্সটিটিউ ফর টেকনোলোজি (এমআইটি)’র প্রফেসর জশুয়া তেনেনবাউয়াম জানান, তিনি এমন একটি মেশিন তৈরি করতে চান যেটা বালক-বালিকাদের মানসিক সামর্থ্যকে অনুকরণ করতে সক্ষম। -এএফপি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।