বাংলাদেশ সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, 'বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।' মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদালয়ের মিল্টন হলে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস, ২০১৬ পালন উপলক্ষে আয়োজিত 'অটিজম : বাংলাদেশ প্রেক্ষিত' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নাসিম এ কথা বলেন। অভিভাবকহীন প্রতিবন্ধীদের দায়িত্ব সরকারের  উল্লেখ করে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অবহেলার হাত থেকে রক্ষা করার জন্য অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধী শিশুদের সেবায় বিশেষ আইন প্রনয়ন করেছে।'বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপনার প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার। এতে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৬ উপলক্ষে ইপনার প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top