বুড়িচং উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস'া: জনদুর্ভোগ

Unknown

কাজী খোরশেদ আলম,কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস'া: জনদুভোর্গ চরমে। কুমিল্লার শাসনগাছা থেকে বিপাড়া সড়কে প্রায় শতাধিক স'ানে বড় বড় খানাখন্দকের ফলে একটু বৃষ্টি হলে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে যায়। মাঝে মাঝে মধ্যে সিএনজি গর্তে পড়ে বন্ধ হয়ে যায়। এই সড়কের আড়াইওরা, কালখের পাড়, সোনার বাংলা কলেজ সংলগ্ন, ভরাসার বাজার, ইছাপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, মহিষমারা মিয়ার, খাড়াতাইয়া মাদ্রাসা সংলগ্ন,বুড়িচং এরশাদ কলেজ গেইট সংলগ্ন, বুড়িচং হাইস্কুল গেইট সংলগ্ন, বুড়িচং বাজার, বুড়িচং হাসপাতাল রোড, পূর্ণমতি বাজার, বারেশ্বর চৌমুহনি সংলগ্ন, সাহেবাবাদ বাজার ও ডিগ্রী কলেজ সংলগ্ন, বি-পাড়া বাজার, মীরপুর বাজার, ষাটশালা, বড়ধুশিয়া, চান্দলাসহ শতধিক স'ানের পিচ উঠে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হয়ে যাওয়া যানচলাচলের ব্যাঘাত হচ্ছে। এতে বুড়িচং-বিপাড়া উপজেলার লক্ষাধিক মানুষ চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। এছাড়াও রয়েছে যাত্রী হয়রানীর চিত্র। সন্ধ্যা হওয়ার সাথে সাথে রাস্তা খানা-খন্দকের দোহাই দিয়ে সিএনজির ড্রাইভারগণ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করে দেয়।
 এছাড়া ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার হতে ষোলনল হয়ে ময়নামতি ক্যান্টরম্যান্ট সড়ক, ভরাসার বাজার হতে সোনাইসার, পূর্বহুড়া, কাহেতরা, নানুয়ার বাজার,নানুয়ার বাজার থেকে মহিষমারা সড়ক, ভারেল্লা ইউনিয়নের রামপুর পোষ্ট অফিস থেকে  ভারেল্লা শাহ ইসরাইল হাইস্কুল ও মাদ্রাসা, বাজার,দেবপুর থেকে সোন্দ্রম হাইস্কুল সড়ক, বুড়িচং বাজার থেকে শংকুচাইল সড়ক, বুড়িচং-কালীকাপুর সড়ক, বাকশীমুল থেকে বলরামপুর সড়ক, সীমন্তপুর থেকে আনন্দপুর সড়ক, বুড়িচং থেকে পীরযাত্রাপুর সড়ক, বুড়িচং সাদকপুর সড়ক, বারেশ্বর লড়িবাগ সড়ক, লরিবাগ থেকে রাজাপুর সড়ক গুলোর অবস'া অত্যন্ত সুচনীয়। বিগত ৫-১০ ধরে এসব সড়কগুলোতে কোন মেরামত করা হয়নি।
এই বিষয়ে বুড়িচং উপজেলা প্রকৌশলী মোঃ আবু তাহের জানান, পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সড়কগুলোর মেরামতের ব্যবস'া করা হচ্ছে।
এই ব্যাপারে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান জানান,জনগুরুত্বপূর্ণ সড়কগুলো স'ানীয় সরকার মন্ত্রনালয় এবং উপজেলা পরিষদ থেকে পর্যায়ক্রমের মেরামতের কাজ করা হবে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top