ট্রিপল এক্সের নতুন টিজারে অ্যাকশনে দীপিকা

Unknown
ট্রিপল এক্সের নতুন টিজারে অ্যাকশনে দীপিকাসেবা ডেস্ক:  মুক্তির অপেক্ষায় থাকা হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ এর নতুন টিজার প্রকাশ করেছেন দীপিকা পাড়ুকোন। সোমবার রাত ৯টায় টুইটারে নিজের আইডি থেকে ১৮ সেকেন্ডের নতুন এ টিজার প্রকাশ করেছেন ভারতীয় এ অভিনয় শিল্পী। 
 
যদিও এর আগে অ্যাকশনধর্মী এ সিকুয়্যাল সিনেমার টিজার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। তবে নতুন প্রকাশিত টিজারে শুধুই দীপিকার অ্যাকশন, স্টাইল আর কিছু ডায়ালগ রাখা হয়েছে।  ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমায় বরাবরের মতো অভিনয় করেছেন হলিউড অভিনেতা ভিন ডিজেল। আর ভিন ডিজেলের সাথে প্রথমবারের মতো এ সিরিজে অভিনয় করছেন দীপিকা। 
 
সম্প্রতি শুটিং স্পট থেকে বেশকিছু ছবি অনলাইনে পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই ছবি প্রকাশের পর থেকেই এ দুই তারকার রসায়নটা বেশ আলোচনায় চলে এসেছে। আসন্ন ছবিটিতে কী চমক থাকছে তার খানিক আভাস তারা মাঝে মাঝেই দিয়ে যাচ্ছেন।
 
টিজারে ছবির নির্ভীক চরিত্র সেরেনা উনগারকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আর এ সেরেনা চরিত্রেই দেখা যাবে দীপিকাকে। নতুন এ টিজারটির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘দীপিকা পাড়ুকোন এজ সেরেনা উনগার ইন ট্রিপল এক্স থ্রি: রিটার্ন অব জ্যান্ডার কেজ।’ আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top