
সরকারের সকল প্রতিষ্ঠানকে পেপারলেস অফিস তৈরির করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আর্থিক সেবাভুক্তি বিষয়ক কার্যক্রম নিয়ে 'ডিজিটাল পেমেন্টস ফর ডিজিটাল বাংলাদেশ: বিল্ডিং অ্যান ইকো-সিস্টেম ফর অল' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং জাতিসংঘের নেতৃত্বাধীন জোট বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সে'র যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অর্থবিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) মোহাম্মদ মুসলিম চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয় এর মহাপরিচালক ( প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী এবং বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. রুথ গডওইন গ্রেওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতিসংঘের নেতৃত্বাধীন জোট 'বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স' কর্তৃক 'পেমেন্ট ইকো-সিস্টেম ডায়াগনস্টিক রিপোর্ট ২০১৬' শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
উক্ত প্রতিবেদনে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টস কিভাবে আর্থিক সেবাভুক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যয় সংকোচনে সহায়তা করবে তা দেখানো হয়েছে। প্রতিবেদনে দেখানো হয়েছে, বিগত ২০১১ সাল থেকে বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে লেনদেনের বার্ষিক প্রবৃদ্ধির হার প্রায় ১২০ শতাংশ। শুধুমাত্র ২০১৫ সালেই এক বিলিয়নের উপর ডিজিটাল লেনদেন সম্পন্ন হয়, যার সর্বমোট মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি। -বাসস।