সেবা ডেস্ক:  চট্টগ্রাম রাঙ্গুনীয়ায় ১১.১১.১৬ রোজ শুক্রবার ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম পারুয়া ইউনিয়নের উদ্যোগে  ১৪তম টিমমিটিং অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে সভাপত্তিত্ব করেন অমূ্ল্য কান্তি সেন।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙ্গুনীয়া ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের সভাপিত মোঃ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙ্গুনীয়া ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের আই,টি সম্পাদক খোরশেদ আলম নয়ন।
এতে বক্তারা বলেন রফিকুল আমিন ও মোঃ হোসাইন স্যারের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব এবং আর
ও বলেন আমাদের বিনিয়োগ কৃত টাকা রফিকুল আমিনের কাছে নিরাপদ।
ও বলেন আমাদের বিনিয়োগ কৃত টাকা রফিকুল আমিনের কাছে নিরাপদ।
