সেবা ডেস্ক: রাজধানী ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস কমিউটার ট্রেনের ইঞ্জিন চালক, সহকারি চালক ও সুপারভাইজারকে মারধর করাকে কেন্দ্র করে আজ সোমবার দুপুর থেকে নেত্রকোনা কোর্ট রেল স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে যাত্রী সাধারণের কথা বিবেচনা করে নতুন ইঞ্জিন চালক এনে প্রায় সাড়ে চার ঘণ্টা পর মোহনগঞ্জের দিকে ট্রেন চলাচল শুরু করা হয়েছে।
জানা গেছে, মহুয়া এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা কোর্ট রেল স্টেশনে পৌঁছলে তিন যুবক ইঞ্জিন ও ট্রেনের ছাদে উঠতে চাইলে তাদের বাধা প্রদান করা হয়। এরই জের ধরে দুপুর আড়াইটায় নেত্রকোনা কোর্ট স্টেশনে ট্রেনের চালকসহ অন্যান্যদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে ইঞ্জিন চালক এনায়েত হোসেন, সহকারী জাহাংগীর আলম এবং সুপারভাইজার মোফাজ্জল হোসেন আহত হন। আহতদের দ্রুত নেত্রকোনা হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
মহুয়া ট্রেনটি স্টেশনেই পড়ে থাকে। চালকরা হামলার ঘটনার বিহীত না হওয়া পর্যন্ত ট্রেন চালাতে অপারগতা প্রকাশ করে ট্রেনসহ একধরনের অবস্থান ধর্মঘট করেন। ফলে নেত্রকোনা-মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ময়মনসিংহ থেকে বিকল্প চালক এনে ট্রেন চলাচল শুরু করা হয়।
