ডিএসএমএফ গ্রীন নালিতাবাড়ির আয়োজনে ডেসটিনি ২০০০ লি. এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন !

Unknown

সেবা ডেস্ক: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন নালিতাবাড়ি উপজেলার উদ্যোগে ২০ জানুয়ারী ২০১৭ দুপুর ২.৩০ মি. ডেসটিনি ২০০০ লি. এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে ডিএসএমএফ গ্রীন নালিতাবাড়ি বাজার শেরপুর এর সকল অতিথিবৃন্দের উপস্থিতিতে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের উদ্বোধন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব. মো. আমিনুল ইসলাম, সেন্ট্রাল মেম্বার ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান, ডিএসএমএফ গ্রীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রায়হান হোসাইন, বিভাগীয় সহযোগী ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগ, মো. নূরুজ্জামান খান সদস্য সচিব, ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ, জনাব আরিফ রায়হান, ডিএসএমএফ গ্রীন শেরপুর, জনাব মো. আব্দুল গফুর, সদস্য ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ, জনাব মো. জাকির হোসেন বাবু, সদস্য সচিব ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ ও জনাব মো. আবু রায়হান, সদস্য সচিব (প্রস্তাবিত) ডিএসএমএফ গ্রীন নালিতাবাড়ি উপজেলা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএসএমএফ গ্রীন জাকিয়া পারভিন, জবান আলী, বাহাজ উদ্দিন ও পুলক প্রমুখ।

নালিতাবাড়ি উপজেলার ডিএসএমএফ গ্রীন সুমন এর অনবদ্য উপস্থাপনায় আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করেন নালিতাবাড়ি উপজেলা ডিএসএমএফ গ্রীণ এর (প্রস্তাবিত) আহ্বায়ক জনাব নিত্য গোপাল পাঠক।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top