সেবা ডেস্ক: ময়মনসিংহে মুক্তাগাছায় বন্ধ মাদ্রাসার একটি কক্ষ থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের বিরাশি গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নাজিম উদ্দিন (১৩) ওই মাদ্রাসার ছাত্র এবং স্থানীয় শহিদ মিয়ার পুত্র।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। টঙ্গিতে বিশ্ব ইজতেমার কারণে মাদ্রাসাটি বন্ধ ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।