সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্বরণে ভলিবল টূর্নামেন্ট শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ধুমালীবাড়ি উন্নয়ন সংঘের উদ্যোগে পৌর এলাকার ধুমালীপাড়া গ্রামে অনুষ্ঠিত টূর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন
বকশীগঞ্জের কৃতি সন্তান , ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তার ।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে টূর্নামেন্টে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন
উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, মোজাহারুল ইসলাম ভিমল, আবদুল কাদের ধুমালী, উপজেলা ছাত্রসমাজের সভাপতি খোকন আকন্দ, মিজানুর রহমান প্রমুখ।
বকশীগঞ্জ বাজার একাদশ ও মেরুরচর একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় বকশীগঞ্জ বাজার একাদশ ৩-০ সেটে বিজয়ী হয়।
বিভিন্ন এলাকার কয়েক শত মানুষ খেলাটি উপভোগ করেন।
এসময় ব্যারিস্টার সামীর সাত্তার উপস্থিত দর্শকদের খেলাটি সুন্দরভাবে উপভোগ করার জন্য ধন্যবাদ জানান।
একই সঙ্গে তিনি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষের পাশে থাকার জন্য জনগণকে আশ্বস্ত করেন।