৪ দফা দাবী আদায়সহ ম্যাটস্‌ শিক্ষার্থীদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন করেছে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা

Seba Hot News
 কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ৩০.০৪.১৭

উচ্চ শিক্ষাসহ ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে ও ম্যাটস্‌ শিক্ষার্থীদের শান্তিপুর্ণ কর্মসূচীতে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা।

রোববার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিল্পোমা মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ লাভলু মিয়া, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র মোদক, সদস্য মোঃ মিজানুর রহমান, ফারুক হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, অনতি বিলম্বে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা, মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, কর্মসংস্থান নিশ্চিত করন ও ইন্টর্ণশীপে ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। দাবী আদায় না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন বক্তারা।

এসময় ম্যাটস্‌ শিক্ষার্থীদের দাবী আদায়ের বিগত কর্মসূচীতে নোয়াখালী, বাগেরহাট, বগুড়া ও রাজশাহীতে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানান তারা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top