সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত ঘর , তিনটি গরু, ধান ও নগদ টাকা পুড়ে ভস্মিভূত হয়েছে।
এতে করে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার রাতে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, রোববার গভীর রাতে আইরমারী গ্রামের দুলা মিয়ার ঘরে আগুন লাগে।
আগুনের লেলিহান শিখা মূহর্তের মধ্যে ছড়িয়ে পড়লে দুলা মিয়ার দুটি চার চালা ঘর , তিনটি গরু, ৫০ মণ ধান ও নগদ ৫০ টাকা পুড়ে ভস্মিভূত হয়েছে।
একই সঙ্গে সুজা মিয়া নামে আরেক জনের একটি ঘর পুড়ে ভূস্মিভূত হয়েছে।
রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।