কুড়িগ্রামে অপহরনকারীদের মাইক্রোবাস ও ড্রাইভার আটক ১৫ লাখ টাকাসহ দুই অপহৃত উদ্ধার

G M Fatiul Hafiz Babu



কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাইক্রোবাসযোগে ৬ জন অপহরনকারী দুই ব্যবসায়ীকে ১৫ লাখ টাকাসহ অপহরন করে পালানোর সময় একটি গাছের সাথে মাইক্রোবাসটি ধাক্কা খেলে মাইক্রোবাসসহ ড্রাইভারকে আটক করেছে পুলিশ। এসময় মাইক্রোবাসে থাকা অপহৃত দুই ব্যবসায়ীসহ ১৫ লাখ টাকাও উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরে যাত্রাপুর হাট থেকে ব্যাগে করে ১৫ লাখ টাকা নিয়ে নাগেশ্বরীতে ফিরছিল দুই গরম্ন ব্যবসায়ী। এসময় ঐ দুই ব্যবসায়ী মাহবুবুর রহমান ও মোজাম্মেল হক মোটরসাইকেল যোগে নাগেশ্বরী উপজেলার খেরবাড়ি নামক স্থানে পৌছিলে মাইক্রোবাসে থাকা ৬ জন অপহরনকারী ঐ দুই ব্যবসায়ীকে টাকাসহ অপহরন করে মাইক্রোবাসে উঠায়। পরে অপহরনকারীরা মাইক্রোবাসযোগে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক দিয়ে পালানোর সময় লালমনিরহাট জেলার সেলিম নগর এলাকায় মাইক্রোবাসটি একটি গাছের সাথে ধাক্কা খায়। এ দুর্ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে আসার আগেই অপহরনকারী ৬ জন পাশ্ববর্তী ভুট্রা ড়্গেত দিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী মাইক্রোবাসের নিকট আসলে অপহৃতদের সাথে কথা বলে মাইক্রোবাসের ড্রাইভার, মাইক্রোবাস ও টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত মাইক্রোবাসের ড্রাইভার সিদ্দিকুল ইসলাম চাঁদপুর জেলার দাশহাটি এলাকার মৃত মজিবুল হকের পুত্র বলে জানা গেছে। অপহৃত ব্যবসায়ীদের বাড়ি নাগেশ্বরী শহর এলাকায় বলে জানা গেছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আফজালুল হক জানান, লালমিনরহাট পুলিশের সহায়তায় ১৫ লাখ টাকাসহ অপহৃতদের উদ্ধার করা হয়েছে। অপহরনকারীর মাইক্রোবাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে। নাগেশ্বরী থানায় অপহরন ও ছিনতাই মামলা হয়েছে। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ চলছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top