সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ শুরম্ন হয়েছে। এ উপলড়্গে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রায়হান আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী নুরম্নল আমিন ফোরকান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা জাহান ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা ।
এসময় বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী, মৎস্য চাষীরা অংশ নেন।