জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলড়্গে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
কুড়িগ্রাম প্রতিনিধি ঃ জাতীয় ভিটামিন এ পস্নাস ক্যাম্পেইন ১ম রাউন্ড সফল করতে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহম্মদ ফেরদৌস খান।

 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার ডিপুাট ডাইরেক্টর ডাঃ গোলাম আযম নুর, বিএম জেলা শাখার সভাপতি ডাঃ নাছির উদ্দিন,

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরম্নল ইসলামসহ জেলা কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিংস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

জেলার ৯ উপজেলায় জাতীয় ভিটামিন এ পস্নাস ক্যাম্পেইনের মাধ্যমে আগামী ৫ আগষ্ট ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫

হাজার ২শ ৮০ জন শিশুকে একটি করে নীল রংয়ের এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৮৯ হাজার ৬শ ৯১জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। হবে। ১ হাজার ৯শ ৪৯টি কেন্দ্রের মাধ্যমে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top