
ডাঃ জি.এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১২.১০.২০১৭ঃকুড়িগ্রামে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যনত্ম জেলা জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টি ও যুব সংহতিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা থেকে ২৬, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী টেলিফোনিক কনফারেন্স-এ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন। জাপা এবং যুব সংহতির নেতৃবৃন্দ বলেন- কুড়িগ্রামকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। সভায় হোসাইন মোহাম্মদ এরশাদ ও তাজুল ইসলাম চৌধুরীর নির্দেশক্রমে জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির পূর্ণাঙ্গ কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে গঠনের সিদ্ধানত্ম গৃহিত হয়। জাতীয় যুব সংহতির আহ্বায়ক আব্দুল ওহাব আপ্পি ও সদস্য সচিব জামাল উদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে বাবু আহমেদ, নবাব আলী এবং জাপা নেতা সামছুজ্জোহা সাজু চৌধুরী, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শহিদুল হক, পৌর আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম মাস্টার, সদস্য সচিব মোক্তার হোসেন, সদর উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মঞ্জুনুজ্জামান মজনু, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক রানু ইকবাল, মটর শ্রমিক পার্টির সভাপতি ছাত্তার, সেক্রেটারী মিরান প্রমূখ।