
সেবা ডেস্ক: দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কে দেওয়ানগঞ্জ খড়মা এলাকায় সিএনজি খাদে পড়ে ভোরের কাগজ এর সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছে। আজ ৯ ডিসেম্বর রবিবার জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজি বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হচ্ছেন ভোরের কাগজের সাংবাদিক বিল্লাল হোসেন মণ্ডল, কর্মসংস্থান ব্যাংক ম্যানেজার শহিদুল ইসলাম, ব্যবসায়ী লিয়াকত আলী, বিলকিছ বেগম ও কালাচান। এদের মধ্যে দুইজনের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীতে। আহতদের দূর্ঘটনার স্থান থেকে দ্রুত উদ্ধার করে দেওয়ানগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ভোরের কাগজের সাংবাদিক বিল্লাল হোসেন মণ্ডলের কাধের হাড় ভেঙ্গে যায়। জ্যেষ্ঠ সাংবাদিক মদন মোহন ঘোষ ও খাদিমুল ইসলাম আহত সাংবাদিককে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।