রৌমারীতে ভারতীয় হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

S M Ashraful Azom
0
রৌমারীতে ভারতীয় হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

রৌমারী প্রতিনিধি: ভারতীয় বন্য হাতির তান্ডবে বাংলাদেশ অভ্যন্তরে সীমান্ত এলাকায় সরিষা ও ধানের চারার ব্যাপক ক্ষতি করেছে। 

শনিবার সন্ধ্যার পর আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ ও ১০৭২ নং মেইন পিলার পার হয়ে বন্য হাতির দলটি কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার বালিয়ামারী, বাগানবাড়ি, বংশিরচর, লাঠিয়ালডাঙ্গা, আলগারচর, খেওয়ারচরসহ কয়েকটি গ্রাম এলাকায় আক্রমণ চালায়। এতে প্রায় শতাধিক একর জমির সরিষা ফসল ও ইরি ধানের চারা নষ্ট করে ফেলেছে। গ্রামবাসিরা সারারাত ঢোল পিটিয়ে, ভুতির আগুন জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে দেয়।

হাতির দলটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথে বালিয়ামারী ও খেওয়ারচর ক্যাম্পের বিজিবি সারা রাত টহল দেন। সীমান্ত এলাকার মানুষের জানমালের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে বিজিবি টহল জোরদার করেন। ক্ষতিগ্রস্ত কৃষক আবুল, জলিল মিয়া , সাদেক হোসেন ও ফজলুল হক বলেন, প্রতি বছরের ন্যায় এবারো ভারতীয় বন্য হাতি আমাদের ব্যাপক ক্ষতি করে। হাতির তান্ডবে ক্ষতির হাত থেকে কোন মতেই রক্ষা পাচ্ছি না। এব্যাপরে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top