
বৃহষ্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সরকারি কাজে বাধাপ্রদানের অভিযোগে তাঁর কার্যালয়ে আদেশটি দেন।
পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর ও মোনারপাড়া গ্রামের লোকজন ইউএনও’র কাছে যমুনার শাখা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ দিতে আসলে ভূমিদস্যু মোবারক, ফারুক ও জুয়েল ইউএনও এবং অভিযোগকারী গ্রামবাসীদের উপর চড়াও হয়।
এসময় অফিসের কর্মচারীরা তাদের আটকের চেষ্টা করলে দুইজন পালিয়ে যায়। পরে জুয়েল মিয়াকে আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, ‘সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দন্ডবিধি ১৮৬ মোতাবেক মোবাইল কোর্টের মাধ্যমে জুয়েল মিয়াকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।’

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।