
দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নের মন্ডলবাজারের সন্নিকটে অত্যন্ত ভয়াবহ রুপ ধারন করেছে ব্রহ্মপুত্র নদটি। ইতিমধ্যে ভেঙ্গে নিয়েছে ফারাজীপাড়া ও নয়াগ্রাম।
ছবিতে দেখতে পাচ্ছেন দেওয়ানগঞ্জ-চরমাগুরীহাট খোলাবাড়ি, বাহাদুরাবাদ, হরিচন্ডি ও এরেন্ডাবাড়ির মানুষদের যাতায়াতের প্রধান সড়কটি নদ থেকে মাত্র ১০ গজ এর মত দূরে রয়েছে। নদটির পাশেই রয়েছে চিকাজানী ইউনিয়নের প্রধান বাজার মন্ডলবাজার,বওলাতলী ঈদগাহ মাঠ ও কবরস্থান।
যে পথে দেওয়ানগঞ্জের প্রধান অর্থনীতি কৃষিপন্যসমূহ দেশের প্রধান শহরগুলোতে নিয়ে যাওয়া হয়।
রাস্তার পাশ দিয়েই নিয়ে যাওয়া হয়েছে বৈদ্যুতিক লাইন।
সড়ক রক্ষার্থে নদভাঙ্গনরোধে গতবছর দেয়া হয়েছিল বাঁশের ব্রান্ডেলিং যা বন্যা শুরু হতে না হতেই ভেসে যায়।
দেওয়ানগঞ্জের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও জনগনের ভোগান্তি লাঘবের জন্য এই শুষ্ক মৌসুমেই নদভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি।
যে পথে দেওয়ানগঞ্জের প্রধান অর্থনীতি কৃষিপন্যসমূহ দেশের প্রধান শহরগুলোতে নিয়ে যাওয়া হয়।
রাস্তার পাশ দিয়েই নিয়ে যাওয়া হয়েছে বৈদ্যুতিক লাইন।
সড়ক রক্ষার্থে নদভাঙ্গনরোধে গতবছর দেয়া হয়েছিল বাঁশের ব্রান্ডেলিং যা বন্যা শুরু হতে না হতেই ভেসে যায়।
দেওয়ানগঞ্জের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও জনগনের ভোগান্তি লাঘবের জন্য এই শুষ্ক মৌসুমেই নদভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি।
লেখক
রাশেদ শাহরিয়ার রাসেল
দেওয়ানগঞ্জ, জামালপুর।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।