
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়া শহরের বনানী বেতগাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বড়ি পাচারের সময় ২ জন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে।
এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।
গোয়েন্দা পুলিশের সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে তারা বনানী বেতগাড়ি এলাকায় ফাঁদ পাতে।
এ সময় কক্সবাজার থেকে আসা দিনাজপুরগামি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৭৯৪৯) থামিয়ে তল্লাশি করা হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক দিনাজপুরের দরবারপুর গ্রামের খলিলের (৩৮) পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা বড়ি এবং যাত্রী দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চৌকিয়াপাড়া গ্রামের মোস্তাকিন (২৮) এর প্যান্টের পকেটে ১০০০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মাইক্রোবাস চালকের সিটের পেছনে সিট বেল্ট হুইলের নিচে বিশেষ কায়দার লুকিয়ে রাখা আরো ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে যে, দিনাজপুরে মাদক ব্যবসা করার জন্য তারা কক্সবাজার থেকে সরাসরি ইয়াবার চালানটি পাচার করছিলো।
এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।