
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: মা-বাবা নিরক্ষর। বাবা কৃষি কাজ করেন। মা গৃহিনী। দুই মেয়ে ও দুই ছেলেকে পড়ালেখায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করবে এটাই ছিল একমাত্র স্বপ্ন গ্রামের হতদরিদ্র কৃষক জনাব আলীর। কিন্তু চার সন্তানের মধ্যে ছোট ছেলে উজ্জল রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
সমাজের বিত্তবানদের সহযোগিতায় চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালি গ্রামের উজ্জল রহমান। সে গাবতলী উপজেলার সুখানপুকুর সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
উজ্জল রহমানের মা জহুরা বেগম জানান, প্রায় ২ মাস আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে উজ্জল রহমান। জরুরী ভাবে ডাক্তারী পরীক্ষায় ফুসফুস ফেটে যাওয়ার সমস্যা ধরা পরে। এটা জেনে মুহূর্তেই অভাব-অনটনের এই সংসারে নেমে আসে অমানিশার অন্ধকার।
তারপরও চিকিৎসকের পরামর্শে বগুড়ায় একটি ক্লিনিকে তার ফুসফুসের অস্ত্রোপচার করা হয়। এরপর উজ্জলের স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় ১৭ জানুয়ারী ঢাকা গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে দ্বিতীয় দফায় উজ্জলের দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এতে কমপক্ষে ১৮ থেকে ২০ লাখ টাকা লাগবে। কিন্তু হতদরিদ্র বাবার কাছে এতো টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে ক্রমশই নিভে যাচ্ছে উজ্জলের জীবন প্রদীপ। সমাজের বিত্তবানেরা যদি সহযোগিতার জন্য এগিয়ে আসে তাহলে চিকিৎসা খরচ সুষ্টভাবে চালানো সম্ভব হবে বলে জানান মুমুর্ষ উজ্জলের মা।
(সাহায্য পাঠানোর ঠিকানা-ব্যাংক এশিয়া, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি শাখা, হিসাব নং ১৫২০৮ এবং বিকাশ-০১৭৪০৯৫০২২১)
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।