
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে গতকাল রবিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি ঘর পুড়ে গেছে ।
স্থানীয়রা জানান , বাড়ির রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে রান্না ঘর সহ পাশের ঘর সহ অন্যান্য তৈজষপত্র পুড়ে গেছে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। শাহজাদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনজুরুল আলম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয় ।
⇘সংবাদদাতা: শাহজাদপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।