
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে সাকিনা মেমোরিয়াল বাকিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার বিদ্যাালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিব উদ্দিনের সভাপতিত্বে উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনবাড়ী বিআরডিবির চেয়ারম্যান ও বণিক সমিতির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনার রশিদ হিরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী ও সাবেক প্রধান শিক্ষক বাবু ননী মোহন ভদ্র প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাকিনা মেমোরিয়াল বলিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান খসরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হারুনার রশিদ হিরা ব্যক্তিগত অর্থয়নে ১৫ ফেব্রুয়ারীর আগেই বিদ্যালয়ে একটি শহীদ মিনার করে দেয়ার ঘোষণা দেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।