
কাজিপুর প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে কাজিপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ, হতদরিদ্র ও ইকোপার্কের স্থান থেকে পুনর্বাসিত দরিদ্র মানুষকে মানবিক সহায়তা সামগ্রি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে অয়োজিত অনুষ্ঠানে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতি প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহ আলম মোল্লা প্রমূখ। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সহায়তা সামগ্রি হিসেবে শীত বস্ত্র, ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।