
সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় চার ঘন্টা পর সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। এদিকে ঘটনার তদন্তে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ভোর ৬টার দিকে জাতীয় জুটমিলের ফিনিশিংক সেকশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জের তিনটি ও কামারখন্দ ফায়ার সার্ভিসের ২টি মোট ৫টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে। তবে এখনো অঙ্গার নেভানোর কাজ চলছে বলে জানান তিনি।
জাতীয় জুটমিলের প্রকল্প প্রধান ও মহা-ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, ফিনিশিংয়ে সেক্টরে রাখা বস্তার বেলে আগুন লাগায় প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ ঘটনার তদন্তে প্রোডাকশন ম্যানেজার মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রশাসন বিভাগের প্রধান সাফায়াত জামিল, হিসাব বিভাগের প্রধান মিলন চন্দ্র বর্মণ ও সিকিউরিটি অফিসার শাহীনুর রহমান। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।