
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ ও উড়িয়া ইউনিয়ন পরিষদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপের আয়োজনে ফুলছড়ি উপজলোর উড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠতি হয়।
সভায় উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপের সু-শাসন প্রকল্পের সহকারী ব্যাবস্থাপক রেজোয়ানুল হক , সিনিয়র সুপারভাইজার আহসান হাবীব, সিনিয়র সুপারভাইজার আরিফা আক্তার, সিনিয়র সুপারভাইজার নুরজাহান বেগম, সিনিয়র সুপারভাইজার মাইদুল ইসলাম, পরিষদের মেম্বার আজগর আলী, সংরক্ষিত আসনের ছালেহা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, এ্যাডভোকেসি সভার মুলবিষয় হচ্ছে সু-শাসন সম্পর্কে সচেতনা বৃদ্ধি এবং জনগণের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবা প্রদান করা। জবাবদিহিতা এবং সুশাসন ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। ইউনিয়ন পরিষদ ও সমাজের লোকদের পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে প্যারালিগ্যাল ব্যবস্থার মাধ্যমে সালিশ ব্যবস্থাকে উন্নত করা।
এছাড়াও সরকারী আইনী সেবা গুলোকে কার্যকরী করে ন্যায়বিচার প্রাপ্তির পথকে সুগম করা। পরিশেষে ইউনিয়ন পরিষদ ও ফ্রেন্ডশীপ এর মধ্যে সুসম্পর্ক স্থাপন করা যায় সে সম্পর্কেও অালোচনা করা হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।