
প্রদীপ মোহন্ত, বগুড়া : আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর, মুক্তিযুদ্ধের সংগঠক ও বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সভাপতি মীর ইকবাল হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.......রাজিউন)।
শুক্রবার দুপুরে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর।
তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে, রাতে তার মরদেহ বগুড়া আনা হবে এবং পরের দিন শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে বগুড়া শহরের নামাজগড় গোরস্থানে দাফন করা হবে।
⇘সংবাদদাতা: প্রদীপ মোহন্ত

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।