আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা |
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রশীদুল আলমের সভাপতিত্বে জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সফিকুল ইসলাম খান সজীব, অভিভাবক সদস্য মো: শামীম হোসেন, কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো: রফিকুজ্জামান রিফাত, একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থী তারিফুল, আবরারসহ অন্যান্যরা বক্তব্য রাখন।
এ সময় বক্তারা বলেন, শুধু পরীক্ষায় পাসের জন্য নয় সত্যিকারের জ্ঞান অর্জনের লক্ষ্য নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে।
প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলা এবং নৈতিকভাবে দৃঢ় থাকতে হবে। সিনিয়র সহপাঠীদের কাছ থেকে শেখা এবং নতুন বন্ধুদের সাথে সহযোগিতা ও শ্রদ্ধার সম্পর্ক তৈরি করতে হবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সকল শিক্ষা কার্যক্রমের সুযোগ দেওয়া হবে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। জীবনের এই নতুন পথে হয়তো অনেক বাধা-বিপত্তি আসবে।
কিন্তু মনে রাখতে হবে, দৃঢ়তা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে যেকোনো প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব। সকল শিক্ষার্থীর সুন্দর, সফল ও আলোকিত শিক্ষাজীবন কামনা করে বক্তারা।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে ফলাফলসহ কৃতিত্বের স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে সুমাইয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জামালপুরে মাদ্রাসা ছাত্রকে হত্যার ১৯ বছর পর রায় ঘোষণা

ইসলামপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

স্বাস্থ্য সভা ও ব্ল্যাড ক্যাম্প অনুষ্ঠিত
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।