
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর শহরের দড়িপাড়ায় মার্কিন প্রবাসী মানিক খানের ঘরে দিনদুপুরে চুরি হয়েছে। ২০ জানুয়ারী দুপুরে ঘটনাটি ঘটে। ঘটনার সময় বাসায় কেউ ছিল না।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি নাছিমুল ইসলাম জানান- তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারী ভেঙে নগদ ২৯ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এ ঘটনায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।