শাজাহানপুরে বাসের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

S M Ashraful Azom
0
শাজাহানপুরে বাসের ধাক্কায় নৈশ প্রহরী নিহত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি বাসের ধাক্কায় আফসার আলী প্রামানিক (৬৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসার আলী আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের মৃত গ্যান্দা প্রামানিকের ছেলে।

বেতগাড়ি বন্দর কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাজাহানপুর উপজেলার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফা ও স্থানীয়রা জানান, আফসার আলী বেতগাড়ি বন্দর পরিচালনা কমিটির নৈশ প্রহরী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে আফসার আলী বেতগাড়ি লিচুতলা এলাকায় মহাসড়ক পার হবার চেষ্টা করছিলেন। এসময় অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top