
সারিয়াকান্দি প্রতিনিধি: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়কান্দি উপজেলায় নানা আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৮জানুয়ারি) সকালে সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা থানা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়।
আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল আমিন। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) এনায়েতুর রহমান, এসআই সুব্রত কুমার ঘোষ, আলমগীর, এএসআই আতিক সহ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
⇘সংবাদদাতা: সারিয়াকান্দি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।