
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ও উপজেলা আমওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, মাওলানা মো. ইদ্রিস হোসাইন, সাবেক শিক্ষক কানিজ ফাতেমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস ছালাম, মো. আজাদ, সুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান খসরু। অনুষ্ঠানে প্রধান অতিথি ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। শেষে আসন্ন এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ধনবাড়ী নবাবশাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হাফেজ মাওলানা মো. ইদ্রিস হোসাইন।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।