
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত সংর্বধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুশীল চন্দ্র বমন, সহকারী শিক্ষক মানিক মিয়া, শিক্ষক নূর মোহাম্মদ, শিক্ষক আতাউল্লাহ মাহবুব, বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দিপা, শিক্ষাথী নুসরাত জাহান নুরী, উম্মুল মুমেনিন দিঘি প্রমুখ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।