সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন 'স্পন্দন'র উদ্যোগে শীতার্ত ছিন্ননূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে জেলা ছাত্রলীগের সহায়তায় শহরের বাজার
রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঘুমন্ত ছিন্নমূল মানুষগুলোকে ডেকে ডেকে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল হান্নান খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, স্পন্দন'র সভাপতি সিফাতী রাকিব, সাধারণ সম্পাদক জাহিদ খান নীরব, সাবেক আহবায়ক জুবায়ের শেখ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ জানান, ছিন্নমূল মানুষগুলো স্টেশনের প্লাটফর্ম ও বাসষ্ট্যান্ড এলাকায়
প্রচন্ড শীতে মানবেতর জীবনযাপন করে। তাদের দূর্দশা লাঘবে জেলা ছাত্রলীগের সহায়তায় শীতবস্ত্র বিতরণর উদ্যোগ নেয়া হয়েছে। আজ বাজার স্টেশন এলাকায় শতাধিক শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়েছে। আগামীকাল বুধবার বাস ষ্ট্যান্ড এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
⇘সংবাদদাতা: সিরাজগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।