
ডা. জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক মো: শাহ আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফিরুল হাসান।
দিনব্যাপী কর্মশালায় ভুরুঙ্গামারী উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: ডা. জিএম ক্যাপ্টেন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।