
সেবা ডেস্ক: আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং ৫নং ক্যাম্পের ৫৭ নং ডি ব্লকে তুর্কি পাহাড় নামক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৭টি ঘর ও একটি মসজিদ পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ দুইজন।
খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আগুন নেভাতে গিয়ে আহম্মদ হোসেন (৫৫) ও রোহিঙ্গাদের হুড়োহুড়িতে তসলিম আক্তার (১০) নামে এক কিশোরী আহত হয়েছে।
আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।