
সেবা ডেস্ক: জামালপুর-ময়মনসিংহ সড়কে আজ বুধবার দুপুরে মোটর সাইকেলের ধাক্কায় আরিফ হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সদর উপজেলার শরিফপুরের অনন্তবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন অনন্তবাড়ী এলাকার মাসুদ রানার ছেলে ও নান্দিনার মর্নিং সান কিন্ডার গার্ডেন স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, আরিফ উপজেলার শরিফপুরের অনন্তবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।