
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর।। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় জামালপুরের ইসলামপুর ধর্মকুড়া বাজারে মডেল মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে মসজিদটি’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ও মহিলা আসনের এমপি হোসনে আরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর শাখার উপ-পরিচালক আ:রাজ্জাক,জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আঃলতিফ ও ঠিকাদার সোহেল মিয়াসহ স্থানীয় সুধীবৃন্দ।
জামালপুর গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মডেল মসজিদটি নির্মাণ কাজের ১২কোটি ৫০লক্ষ ৩৭হাজার ১২১টাকা ২৪ পয়সা ব্যয় হবে। এক বছরের মধ্যে দৃষ্টি নন্দন মসজিদটি নিমার্ণ কাজ সমাপ্ত করা হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান জানিয়েছে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।