
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জেরর বেলকুচি উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম শপথ গ্রহণ করেন। শপথ গ্রহনের পর বিজয়ীদের সমর্থকরা এলাকায় মিষ্টি বিতরণ করেছে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সুযোগ্য জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার সভাপতিত্বে পঞ্চম ধাপের সিরাজগঞ্জ আটটি উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার, মোঃ নুর-উর রহমান।
এ সময় শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরও ৭ টি উপজেলায় ৭ জন চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
এ সময় শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরও ৭ টি উপজেলায় ৭ জন চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।