
রৌমারী প্রতিনিধি: আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জণগনের ভোটে নির্বাচিত শেখ আবদুল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতিকে বরণ করে নিলেন রৌমারী উপজেলা প্রশাসন।
১১এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিজ বাসভবন থেকে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সর্বস্তরের পেশাজীবি জনগণকে সাথে নিয়ে রৌমারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে জমায়েত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ আবদুল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আনুষ্ঠানুকতার মধ্য দিয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দদের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যানগণ।
মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা জাকের পার্টির সভাপতি নুরুজ্জামান সরকার প্রমূখ।
প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনে যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রাম নামক ১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ভাইস চেয়ারম্যানের ফলাফল ঘোষনা করা হয়নি।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।