
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বিশ্ব পানি দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পানি সবার অধিকার, বাদ যাবেনা কেউ আর’।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফেরদৌস প্রমুখ।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।