
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহের মেঘারবাড়ি গ্রামের ফিরোজা বেগম (৪৫) দন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ফিরোজা বেগম কৃষক ময়েন উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, ফিরোজা বেগম প্রায় একবছর যাবৎ দন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনমাস পর অপারেশন করা হয়। এরপর ক্যামো থেরাপি সর্বশেষ রেডিও থেরাপি দেয়া হচ্ছে। প্রতিবার থেরাপিসহ আনুসাঙ্গিক খরচ হয় অর্ধ লক্ষ টাকা। ইতোমধ্যেই ফিরোজার নিম্নবিত্ত স্বামী কৃষক ময়েন উদ্দিনের ৬ লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। এরপরও ফিরোজা ঝুঁকিমুক্ত হন নি।
ডাক্তার বলছেন ফিরোজাকে আবারো অপারেশন করাতে হবে। স্বামী ময়েন উদ্দিন জানান-বর্তমানে ফিরোজাকে চিকিৎসা করানোর মতো অর্থ স্বামীর কাছে নেই। এমতাবস্থায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বিত্তবানদের নিকট চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা কৃষি ব্যাংক মেলান্দহ শাখা, জামালপুর। সঞ্চয়ী একাউন্ট নং-২১৪০৭। মোবাইল নং-০১৯৪৩১৩৯৩৪২
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।