
সেবা ডেস্ক: ব্রায়ান লারার ব্যাটিং দেখে কে যেন একবার বলেছিলেন, জিনিয়াস কথাটা আগে খুব শুনতাম। লারাকে দেখার পর বুঝেছি জিনিয়াস জিনিসটা কী?
ছোট বেলায় আমরা সবাই ডাক্তার হতে চাইতাম। নিশ্চিত করেই পৃথিবীর সবচেয়ে মহান পেশা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানুষ ছুটে যায় ডাক্তারের কাছে। জীবনের সবচেয়ে অসহায় মুহুর্তে ভরসা করে ডাক্তারের ওপর। সমাজের জিনিয়াস ছেলে-মেয়ে গুলোর বেশির ভাগই ডাক্তার হন। ডাক্তার না হতে পেরে হয়তো ওদের প্রতি আমাদের মধ্যে কিছুটা ঈর্ষাও কাজ করে।
আর এদেরকে ডাক্তার বানানোর জন্য রাষ্ট্রেরও খরচ করতে হয় বিপুল অর্থ। এ অর্থের যোগানদাতা কারা? শাসকেরা যতই বলুক, তারা করছেন, এ অর্থের যোগানদাতা এ দেশের জনগন। যে শ্রমিক মধ্যপ্রাচ্যে দাসের জীবন যাপন করে দেশে রেমিট্যান্স পাঠান সে শ্রমিক এ অর্থ যোগান।
বাংলাদেশে জনসংখ্যার তুলনায় ডাক্তারের সংখ্যা কম। যে কারণ সেবা দিতে ডাক্তারদের হিমশিম খেতে হয়। তাদের বেশির ভাগই আপ্রাণ চেষ্টা করেন। অনেক সময় অযাচিতভাবে রোগীদের স্বজনদের দ্বারা হামলারও শিকার হন তারা। যা অত্যন্ত নিন্দনীয়।
চিকিৎসা মৌলিক অধিকারগুলোর মধ্যে সবচেয়ে মৌলিক। প্রতিটি কল্যান রাষ্ট্রে বিনা পয়সায় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। বাংলাদেশের জনগন যে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান না এটা কেউ অস্বীকার করতে পারেন না। মানুষতো আর শখে ভারত যায় না।
এই যখন অবস্থা তখন একটি প্রাইভেট টিভি চ্যানেলের কর্তা ব্যক্তি ডাক্তার আবদূন নূর তুষার জনগনকে নিয়ে অত্যন্ত আপত্তিকর কিছু কথা লিখেছেন ফেসবুক স্ট্যাটাসে। তার লম্বা কথার মধ্যে রয়েছে-১.সিম্পল এর কাছে যাবেন না, আবার গর্জিয়াস যদি ১৫০০ টাকা নেয় তাতেও মাইন্ড করবেন। কে বলে ১৫০০ দিতে, সরকারী হাসপাতালে যান, আউটডোরে দেখান । সেখানে ২০ টাকা মাত্র। কিন্তু সরকারী হাসপাতালে যেতে ভালো লাগে না, ময়লা, গন্ধ, ভীড়। ২. ডাক্তারতো আপনাকে কোলে করে চেম্বারে নেয় না। কেন যান কসাইয়ের কাছে ? ৩. টেস্ট দিলে বলেন, কমিশন খায়, না দিলে বলেন, টেস্ট না করেই বললো আমার এটা কিছু না? চর্বির দলা, লাইপোমা?
৪. কেন সরকারী হাসপাতালে পরীক্ষা করান না? কেন চকচকে মাল্টিকালার খামে এক্সরে রিপোর্ট না পেলে আপনার ভালো লাগে না? খামের পেছনে ২৫ টাকা লাগে, জানেন সেটা।
জনাব, আবদূন নূর তুষার লেখার শুরুতেই বলেছি, ডাক্তারদের কী ধরনের ত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু জনগনের করের টাকায় পড়ালেখা করে জনগনকে এভাবে অপমান করা অত্যন্ত নিন্দনীয়। আপনি কি সব জনগনকে আপনার চাকর মনে করেন? আপনার লেখা পড়ে মনে হলো, আপনি আসমান থেকে আজই বাংলাদেশে নেমে এসেছেন। বাংলাদেশে কেবল সেবা আর সেবা। রোগীরা সব শখ করে প্রাইভেট হাসপাতালে গিয়ে টাকা খরচ করেন।
দেশ হলো মায়ের মতো। জনগনকে সেবা দেয়াই রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্র কখনো এ দায়িত্ব অস্বীকার করতে পারে না।
শিক্ষা মানুষের রুচি তৈরি করে দেয়। কিন্তু প্রকৃত শিক্ষার অভাবে অনেক কথিত শিক্ষিতজনের মধ্যে সে রুচি গড়ে ওঠে না। সংবিধান জনগনকে এ রাষ্ট্রের মালিকানা দিয়েছে। এটা সত্য, আমরা সে মালিকানা বুঝে নিতে পারিনি। যে কারণে প্রায়শ’ই আমরা অশালীন আক্রমনের মুখে পড়ি।
জনাব তুষার, আপনার পড়ালেখার পেছনে নিশ্চয়ই এ দেশের জনগনের অর্থ ব্যয় হয়েছে। শ্রেণি স্বার্থ রক্ষা করতে গিয়ে সেই জনগনকে চাকর হিসেবে ট্রিট করবেন না।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।