আগামীকাল রোববার চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইট

S M Ashraful Azom
0
আগামীকাল রোববার চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইট
সেবা ডেস্ক: আগামীকাল রোববার চলতি হজ মৌসুমের চট্টগ্রামের হজযাত্রীদের প্রথম হজযাত্রা শুরু হচ্ছে। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৩২০৮ চট্টগ্রাম বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের এ বছরের প্রথম হজ ফ্লাইট এটি।
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার সরোয়ারই জাহান বলেন, হজ যাত্রীদের যাত্রা সাবলিল ও হয়রানিমুক্ত এবং সহজীকরণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সব বিভাগকে এ লক্ষ্যে যাবতীয় নির্দেশনা দেয়া হয়েছে।

বিমান বন্দরের ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, হজযাত্রীদের ইমিগ্রেশনে যাতে কোনো ভোগান্তি না হয় এবং দ্রুত এ কার্যক্রম সম্পন্ন করা হয় সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আশা করছি হজযাত্রীদের কোনো প্রকার সমস্যা হবে না।

বিমান বন্দর সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রাম থেকে ১০ হাজারের অধিক হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ১৯টি বিশেষ ফ্লাইটের পাশাপাশি নিয়মিত ফ্লাইটগুলোও হজযাত্রী পরিবহন করবে। বিশেষ ফ্লাইটগুলোর মধ্যে ১২টি জেদ্দায় যাবে। বাকি সাতটি ফ্লাইট মদিনা বিমান বন্দরে যাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top