
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট পৌর এলাকায় ইছামতি নদীর বুকে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে ডিমওয়ালা মাছ নিধনের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মৎস্য ব্যাবসায়ীর বিরুদ্ধে। এলাকাবাসির অভিযোগ উন্মুক্ত জলাশয়ে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করায় হারিয়ে যাচ্ছে নানা ধরনের দেশিও প্রজাতির মাছ।
শনিবার সরেজমিন গিয়ে দেখা যায়, ধুনট উপজেলা পরিষদের পাশ দিয়ে বহমান ইছামতি নদী। এই নদীটি দীর্ঘদিন ধরে মাছের জন্য উন্মুক্ত জলাশয় হিসাবে প্রশাসনিক ভাবে ঘোষনা করা হয়েছে। এ অবস্থায় চরধুনট গ্রামে সেতুর পূর্ব পাশে মাছ ধরার জন্য স্থানীয় চান্দারপাড়া গ্রামের কাজেম উদ্দিন নামে এক ব্যবসায়ী নদীর বুকে আড়াআড়ি ভাবে বাঁশের বানা তৈরী করে বেড়া দিয়েছেন।
সেই বাঁশের বেড়ার উপরের অংশে অবৈধ কারেন্ট সুতার জাল দেওয়া হয়েছে। এতে বাঁশের তৈরী বানার সাথে পানি ¯্রােত বাধাগ্রস্থ হয়ে দাঁড়কিতে ধরা পড়ছে ছোট বড় নানা প্রজাতি ডিমওয়ালা দেশিও প্রজাতির মাছ।
এলাকাবাসি অভিযোগ করে বলেন, প্রকৃতিতে এখন বর্ষাকাল। এসময় দেশিও প্রজাতির মাছ বংশ বিস্তার করে। এসময় বাঁশের বাধ দিয়ে দাড়কি-ধিয়াল এবং কারেন্ট জাল ফেলে মাছ ধরা অবৈধ। এতে নদীর দেশি প্রজাতির নানা ধরনের মাছ উন্মুক্ত ভাবে বিস্তার লাভ করতে পারছে না। ফলে নদী থেকে হারিয়ে যাচ্ছে দেশিও প্রজাতির সিং. মাগুর, টেংরা, বোয়াইল, পাবদা, পুটি, কই, চিংড়িসহ নানা প্রজাতিয় মাছ।
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক দিন ধরে কাজেম উদ্দিন নদীর বুকে আড়াআড়ি বাঁশের বানা তৈরী করে বেড়া দিয়ে ডিমওয়ালা মাছসহ নানা ধরণের ছোট বড় মাছ ধরে বাজারে বিক্রি করছে। এসব প্রযুক্তি দিয়ে নদীর মাছ ধরা হলে ডিমওয়ালা মাছ বংশ বিস্তার করতে পারবে না। এ কারণে এক সময় নদীতে দেশিও প্রজাতির মাছের বিলপ্তি ঘটবে বলে তাদের আশংকা রয়েছে।
এ বিষয়ে মাছ শিকারি কাজেম উদ্দিন বলেন, প্রায় এক মাস আগে নদীর বুকে আড়াআড়ি ভাবে বাঁশের তৈরী বানা দিয়ে মাছ ধরার ব্যবস্থা করেছি। এর আগে আনেকেই এভাবে নদী থেকে মাছ ধরেছে। এখন নদীতে পানি কম থাকায় এই ব্যবস্থায় মাছ ধরা সহজ হয়। উম্মুক্ত জলাশয় থেকে বেড়া দিয়ে মাছ না ধরার বিষয়ে আইন আমার জানা নেই।
ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক বলেন, নদীর বুকে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা বে-আইনি। উন্মুক্ত জলাশয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকারের কোন অনুমতি নেই। এ ধরণের ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।