জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিবন্দি ১৩ লাখ মানুষ

S M Ashraful Azom
0
  জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিবন্দি  ১৩ লাখ মানুষ
জামালপুর সংবাদদাতা : জামালপুরে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত। জেলার সাত উপজেলায় ৬২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে সড়ক ও রেল পথ, তলিয়ে গেছে ২৫ হাজার ৯শত হেক্টর ফসলী জমি ক্ষতিগ্রস্থ হয়েছে ৪লাখ ৫০ হাজার গবাদি পশু।
গত ২৪ ঘন্টায় যমুনার পানি ৩৯সেন্টিমিটার কমেপ  সোমবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করা জেলার ৬২ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্থ হয়েছে চাতাল মিল, পুকুরের মাছ ,মুরগীর খামার, গরুর খাবার, বির্স্তিণ ফসলেন মাঠ।
জামালপুর-শেরপুর সড়ক পানিতে তলিয়ে যাওয়া যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ,রেল স্টেশনে লাইনে পানি উঠায়, ট্রেন চলাচল সাময়িক বন্ধ। বন্যা কবলিত এলাকায় ১১২০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
নব্যার্তদের মাঝে দেখা দিয়েছে শুকনো খাবারের তীব্র অভাবের পাশাপাশি শিশু খাদ্য ও বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের চরম সংকট।
বন্যা কবলিত এলাকায় ৬০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে ৪২হাজার ৭৩০জন বানভাসী মানুষ ।মেডিকেল টিম দেওয়া আছে ৮০টি ।
বন্যার পানিতে ডুবে  এখন পর্যন্ত মারা গেছে শিশূ সহ ২০জন মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণের পরিমান ৯শত ৫০ মে. টন চাল  ৪ হাজার প্যাকেট শুকনো খাবার এবং ১৭লাখ ৩০ হাজার নগদ অর্থ বরাদ্দ করেছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top