
সেবা ডেস্ক: অবাক করা ব্যাপার,যে মেয়ের জন্য দুজনের বুকে এত ভালোবাসা জমা ছিল কাকতালীয়ভাবে দুজনের বুকই ঝাঁঝরা হয়ে গেল, যেন জমানো ভালোবাসা,আশা,স্বপ্ন,স্বাদ গুলো রক্ত ফোয়ারা হয়ে বেরিয়ে এলো ।
বুকের ভেতর লুকিয়ে রাখা এই গভীর ভালোবাসার আবেগগুলোই যেন ছিল তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন ।
আমরা সন্ত্রাস, মাদকাসক্ত, খারাপ মানুষ যাই বলি না কেন ভালোবাসা টা আসলেই সব কিছুর উর্ধ্বে ।
আদম যখন বেহেস্তে ছিল এত অফুরন্ত সুখের মাঝে থেকেও কিন্তু শান্তি ছিল না তার ,সৃষ্টি কর্তার কাছে শতভাগ শান্তি লাভে হাওয়াকে চেয়ে পেয়েছিল ।
এমনিতেই পাওয়া আর সাধনা করে পাওয়ার মাঝে যে বিস্তর পার্থক্য বিদ্যমান থাকে,তা কেবল যারা পায় বা না পায় শুধু তারাই ভালো বুঝে ।
ভালোবাসা বা মনের আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রেই জীবনের চেয়ে বড় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে ।
কেউ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কাটিয়ে উঠতে পারে, কেউ বা হিতাহিতবোধশূন্য হয়ে মন যা চায় তাই করে বসে ।
সবশেষে এটাই বলব ,দুটো জীবন অল্পতেই ঝড়ে যাওয়ায় খুবিই মর্মাহত আমি । ভালোবাসা আর মায়া ঢের বেশি জমে গেল তাদের ক্ষুদ্র জীবনের জন্য ।
প্রশ্ন হলো, মায়ায় ভরপুর চেহারার দুটো ছেলের জীবনের এমন করুণ সমাপ্তির দায় আসলে কার ?
সমাজ, পরিবার নাকি সুশিক্ষার ???
এ থেকে উত্তরণের কোন পথ ই কি খোলা নেই আমাদের ???
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।